ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিমানবন্দরে কারিশমার সঙ্গে রণবীরের নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
বিমানবন্দরে কারিশমার সঙ্গে রণবীরের নাচ ছবি: সংগৃহীত

কারিশমা কাপুর ও গোবিন্দ জুটি মানেই হিট ছবি। নব্বই দশকে বলিউডের চিত্রটি এমনই ছিলো। এবার হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং তার নিজের পছন্দের  জুটি কারিশমা-গোবিন্দকে শ্রদ্ধা জানাতে তাদের 'সরকায়ে লো খাটিয়া' গানটির ভিডিও করেছেন।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজাবাবু'র গান হলো 'সরকায়ে লো খাটিয়া'। গানটির লিরিকস ও ড্যান্স স্টেপ বেশ জনপ্রিয়তা পায়।

নিজের নতুন ফাঙ্কি লুক নিয়ে নেহাত মজা করতেই খাটিয়ার ওপর গানের সঙ্গে নাচানাচি করে এই ভিডিওটি পোস্ট করেছেন রণবীর।
 
 আর ভিডিও পোস্ট করার দিনই ঘটনাচক্রে ভারতের বিমানবন্দরে কারিশমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় রণবীরের। সেখানেও রণবীর কারিশমার সঙ্গে 'সরকায়ে লো খাটিয়া' গানটির সঙ্গে নাচতে শুরু করেন। আর এই ভিডিওটিও এখন অনলাইনে দেখছেন অনেকে।

* কারিশমা-রণবীরের নাচ: 

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।