ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সবাইকে কাঁদিয়ে কেমন আছেন মেহজাবিন?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
সবাইকে কাঁদিয়ে কেমন আছেন মেহজাবিন? মেহজাবিন, ছবি: সংগৃহীত

‘সবাইকে কাঁদিয়ে কেমন আছেন?’— প্রশ্নটা শুনে হাসলেন লাক্সতারকা মেহজাবিন। বললেন, ‘ভালো আছি। এই টেলিছবিটি (বড় ছেলে) নিয়ে যে এতো আলোচনা হবে ভাবতে পারিনি।’ 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে মেহজাবিন জানান, ঈদে প্রচারিত ‘বড় ছেলে’র ইতিবাচক প্রতিক্রিয়ায় অভিভূত তিনি।  

আক্ষেপ করে মেহজাবিন বলেন, “বড় ছেলে’র জনপ্রিয়তার কারণে আমার অন্য কাজগুলো ঢাকা পড়ে গেছে।

মেহজাবিন জানান, দু’দিন সময় নিয়ে শুটিং করেছিলেন টেলিছবিটির। সহশিল্পী অপূর্ব তাকে বেশ সহযোগিতা করেছিলেন। টেলিছবিতে মেহজাবিনের কান্নার দৃশ্যগুলো দর্শককে আন্দোলিত করেছে। এ নিয়ে তিনি বলেন, ‘গল্পের সঙ্গে এতোটাই সম্পৃক্ত হয়ে পড়েছিলাম যে, গ্লিসারিন ছাড়াই কান্নার অভিনয় করেছিলাম। ’

টেলিভিশনের জনপ্রিয় এই তারকা জানান, ‘বড় ছেলে’র নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছেন এবার। ‘বড় ছেলে’ আর ‘ব্যাচ ২৭: দ্য লাস্ট পেজ’-এ মেহজাবিনের বিপরীতে ছিলেন অপূর্ব।  

ছবি: সংগৃহীতমেহজাবিন এখন নতুন কিছু চিত্রনাট্য পড়ছেন, পরিবারকে সময় দিচ্ছেন। ঈদের পর এখনও শুটিং শুরু করেননি। অচিরেই আবার ব্যস্ত হয়ে পড়বেন ক্যামেরার সামনে। অাপাতত ‘বড় ছেলে’ বিষয়ক ভালোলাগা জড়ো করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।