ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ-আমির-সালমানকে ফিরিয়ে দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
অমিতাভ-আমির-সালমানকে ফিরিয়ে দিলেন কঙ্গনা কঙ্গনা রনৌত, অমিতাভ বচ্চন ও আমির খান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত। অভিনয় করেছেন ‘রেঙ্গুন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’-র মতো ছবিতে। আদিত্য পাঞ্চোলি-হৃতিক বিতর্কে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি। এবার অন্য কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এর দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন ও আমির খান।

এতে তাদের সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, ক্যাটরিনার আগে কঙ্গনাকে ভাবা হয়েছিলো প্রধান নারী চরিত্রটির জন্য। কিন্তু প্রস্তাবটি ফিরিয়ে দেন ‘কুইন’খ্যাত এই তারকা। তবে কেনো বা কি কারণে তা এখনও জানা যায়নি।

চমকপ্রদ তথ্য হলো- সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবিতে আনুশকা শর্মার আগে ভাবা হয়েছিলো কঙ্গনাকে। কিন্তু এই ছবিটির জন্য তিনি যোগ্য নয় বলে প্রস্তাবটি ফিরিয়ে দেন।  

হানসাল মেহতা পরিচালিত ‘সিমরান’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত কঙ্গনা রনৌত। ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।