ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বান্ধবীর কিডনি নিয়ে বেঁচে আছেন সেলেনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বান্ধবীর কিডনি নিয়ে বেঁচে আছেন সেলেনা সেলেনা গোমেজ ও ফ্রান্সিয়া রাইসা (ছবি: সংগৃহীত)

পপতারকা সেলেনা গোমেজ জানিয়েছেন, এবারের গ্রীষ্মের ছুটিতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাকে কিডনি দিয়েছেন এক ঘনিষ্ঠ বান্ধবী। তার সঙ্গে হাসপাতালে পাশাপাশি তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ৩০ বছর বয়সী এই তারকা।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ওই পোস্টে ‘গুড ফর ইউ’খ্যাত এই গায়িকা জানান, কিডনি প্রতিস্থাপনের জন্যই এবারের গ্রীষ্মে তিনি ছিলেন নিষ্প্রাণ। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘বুঝতে পারছিলাম, লুপাস রোগের কারণে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমার কিডনি প্রতিস্থাপন করা দরকার।

আমার সুস্বাস্থ্যের জন্যই এটা আসলে প্রয়োজন হয়ে পড়েছিলো। ’

সেলেনা আরও জানান, দীর্ঘদিনের বান্ধবী ফ্রান্সিয়া রাইসা তাকে কিডনি দিয়েছেন। ফ্রান্সিয়া পেশায় অভিনেত্রী। টিভি সিরিজ ‘দ্য সিক্রেট লাইফ অব দ্য আমেরিকান টিনএজার’-এর জন্য তিনি জনপ্রিয়।

ইনস্টাগ্রামে সেলেনার ১২ কোটি ৬০ লাখ ফলোয়ার। তার এই পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে ২৪ লাখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।