ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জর্ডানের রানীর সঙ্গে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
জর্ডানের রানীর সঙ্গে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া ও রানীয়া (ছবি: সংগৃহীত)

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয় নয়, পাশাপাশি পরিচালনা, প্রযোজনা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ক’দিন আগে জর্ডানে যান পিসি। সেখানে যুদ্ধবিধ্বস্ত শিশুদের নিয়ে কাজ করছেন বলিউডের এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওই শিশুদের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন দেশিগার্ল।

এবার জর্ডানের রানী রানীয়ার সঙ্গে তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে দেখা করাটা সত্যি সম্মানের রানী রানীয়া। ’

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।