ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৩৭ রুপি নিয়ে মুম্বাই এসেছিলাম: অনুপম খের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
৩৭ রুপি নিয়ে মুম্বাই এসেছিলাম: অনুপম খের অনুপম খের (ছবি: সংগৃহীত)

মুজাফফর আলি পরিচালিত ‘আগম্যান’ ছবির মধ্য দিয়ে ১৯৮২ সালে বলিউডে পা রেখেছিলেন অনুপম খের। ৩৫ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৫০০টি ছবিতে। শুধু বলিউড নয়, পাশাপাশি হলিউডও মাতিয়েছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে বর্ষীয়ান এই অভিনেতা প্রযোজিত ‘রাচি ডায়েরিস’ ছবির ট্রেলার। এর উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ বছর বয়সী এই অভিনেতা শুনিয়েছেন জীবনের অজানা অধ্যায়ের অভিজ্ঞতার কথা।

 

এ প্রসঙ্গে ‘হাম আপকে হ্যায় কৌন’খ্যাত তারকা বলেন, ‘জীবনে সফলতা পেতে হলে প্রয়োজন নিষ্ঠা ও কঠোর পরিশ্রম। পকেটে মাত্র ৩৭ রুপি নিয়ে মুম্বাইয়ে এসেছিলাম আমি। কিন্তু দেখুন আজ একটি ছবিও প্রযোজনা করে ফেলেছি। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।