ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাসকিনের সঙ্গে পিয়ার জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
তাসকিনের সঙ্গে পিয়ার জুটি তাসকিন আহমেদ ও জান্নাতুল পিয়া, ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ক্রিকেটাররা হরহামেশা বিভিন্ন পণ্যের মডেল হচ্ছেন। পিছিয়ে নেই বাংলাদেশ দলের খেলোয়াড়েরাও। আবারও মডেল হিসেবে হাজির হচ্ছেন তাসকিন আহমেদ। এবার তার সহ-মডেল জান্নাতুল পিয়া।

পিয়া এর আগে ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এবার পেলেন তাসকিনকে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এফডিসিতে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন দুই অঙ্গনের এই দুই তারকা।  

বিজ্ঞাপনের শুটিংয়ে তাসকিন ও পিয়া (ছবি: সংগৃহীত)কিছুদিন আগে অ্যাপেক্সের শুভেচ্ছাদূত হয়েছেন তাসকিন ও পিয়া। এরই অংশ হিসেবে বিজ্ঞাপনের কাজ করছেন তারা। এটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।