ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অাকাশে মিউজিক লঞ্চ করলেন দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
অাকাশে মিউজিক লঞ্চ করলেন দেব ‘ককপিট’ ছবির তিন শিল্পী

মোশন পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশের পর মিউজিক লঞ্চ বাকি ছিলো। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিলো যে, দেব ( কলকাতার নায়ক ও প্রযোজক) তার ছবি ‘ককপিট’-এর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। অবশেষে এরই প্রমাণ পাওয়া গেলো। 

আকাশে (চল্লিশ হাজার ফুট উঁচু) উড়ন্ত বিমানের ভিতর ‘ককপিট’–এর মিউজিক লঞ্চ করলেন দেব। এই আয়োজন উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

এতে হাজির ছিলেন কোয়েল, রুক্মিণী ও নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়।

ভাবনা মাথায় এলেও টলিউডে প্রথমবার এমনভাবে ছবির প্রচার করে দেখালেন দেব। প্রযোজক হিসেবে ‘ককপিট’ তার দ্বিতীয় ছবি। তাইতো প্রচারে এতোটুকুও ছাড় দেননি।  

‘ককপিট’ ছবির শিল্পী-কুশলীরাবিমানের ভিতর মিউজিক লঞ্চের পর দেব ও ‘ককপিট’ টিম উড়ে যায় অন্ডাল বিমানবন্দরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তারা। টলিউডের জনপ্রিয় এই নায়ক জানিয়েছেন, ‘চ্যাম্প’ যেভাবে দর্শক টেনেছে ‘ককপিট’ও তেমনিভাবে সফল হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।