ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতে আসছেন মনিকা বেলুচ্চি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
ভারতে আসছেন মনিকা বেলুচ্চি মনিকা বেলুচ্চি (ছবি: সংগৃহীত)

ভারতে আসছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। মিয়ামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ভারতে আসছেন তিনি। তবে আগমনের তারিখটি চূড়ান্ত হয়নি।

১২ অক্টোবর শুরু হবে ১৯তম মিয়ামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

উৎসবে সম্মানিত করা হবে মনিকাকে। এ ছাড়া দেখানো হবে মনিকা অভিনীত ‘অন দ্য মিল্কি রোড’ ও ‘ইরেভারসিবল’ ছবি দুটি।

ইতালিয়ান অভিনেত্রী মনিকার ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন মামির পরিচালক ও চেয়ারপারসন অনুপমা চোপড়া। এ ছাড়া এক বিবৃতিতে ৫২ বছর বয়সী মনিকা বলেছেন, ‘মিয়ামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার গ্রহণ করবো ভেবে ভালো লাগছে। উৎসবে আমার অভিনীত দুটি ছবি দেখানো হবে, যা সত্যি খুব সম্মানের। এই প্রথমবার ভারতে আসবো আমি। ধন্যবাদ মামি। ’

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।