ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমির খান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আমির খান? আমির খান (ছবি: সংগৃহীত)

আমির খানকে কেনো পারফেকশনিস্ট বলা হয় এর প্রমাণ বরাবরই দিয়ে এসেছেন তিনি। প্রতিটি চলচ্চিত্রেই নতুন রূপে হাজির হন তিনি। এবারও ব্যতিক্রম  ঘটছে না।

যশরাজ ফিল্মস প্রযোজিত ও বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’ আমির খানকে কেমন দেখাবে তা নিয়ে চলছিলো জল্পনা। অবশেষে জানা গেলো ছবিতে কোন রূপে দেখা যাবে ৫২ বছর বয়সী এই অভিনেতাকে।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আমিরের শুটিংয়ের একটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, মাথায় কোঁকড়া চুল, গালভর্তি দাঁড়ি ও গায়ে ময়লা কাপড় পরে রয়েছেন তিনি।

‘থাগস অব হিন্দুস্তান’-এ আমির খানের সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। এই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করছেন অমিতাভ-আমির। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।