ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশীর নতুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
 ঐশীর নতুন ঐশী, ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা ঐশী নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ফোক, আধুনিক ও ড্যান্স নাম্বার। 

ব্যতিক্রমী গায়কীর কারণে ক্যারিয়ারের শুরুতেই নজর কাড়েন ঐশী। এরই ধারাবাহিকতায় মঞ্চ, অডিও আর চলচ্চিত্রে নিয়মিত ডাক আসে তার।

ঈদেও ব্যস্ত সময় কাটিয়েছেন। এর মধ্যে কণ্ঠে তুলেছেন অন্তত হাফ ডজন গান। সবশেষ গাইলেন একটি চলচ্চিত্রের জন্য। জিয়াউদ্দিন আলমের কথায় প্রতীক হাসানের সুর-সংগীতে ‘কবে হবে দেখা’ ছবির আইটেম নাম্বারে কণ্ঠ দিয়েছেন ঐশী।  

অচিরেই বের হবে বেলাল খানের সঙ্গে গাওয়া ঐশীর ‘তোর ভালোবাসা’র ভিডিও।  ভিডিও তৈরি করেছেন সৈকত নাসির। এ ছাড়া বেলালের সুরে ‘রইদে ভরা ইস্টিশন’ নামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর পাশাপাশি সজীব শাহরিয়ারের কথা ও জেকের সুর-সংগীতে ঐশী গেয়েছেন ‘পাপী’ শিরোনামের আরেকটি গান।

ঐশী বাংলানিউজকে বলেন, ‘গান গাওয়ার প্রস্তাব আসে নিয়মিত। পড়াশোনার কারণে ঠিক কুলিয়ে উঠতে পারিনা। মনের মতো কথা ও সুর পেলে গাইছি। আশা করি নতুন গানগুলো সবার ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।