ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুম্বাইয়ের আরকে স্টুডিওতে আগুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
মুম্বাইয়ের আরকে স্টুডিওতে আগুন মুম্বাইয়ের আরকে স্টুডিওতে আগুন (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে মুম্বাইয়ের আরকে স্টুডিওতে ধুমধাম করে গণেশ চতুর্থী উৎসব পালন করেছেন সম্পূর্ণ কাপুর খানদান। যেখানে উপস্থিত হওয়ার জন্য নিজের ছবির দৃশ্যধারণ থেকে বিরতিও নিয়েছিলেন রণবীর কাপুর। আর সেখানেই ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আগুন লাগে মুম্বাইয়ের আরকে স্টুডিওতে। তবে কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

এরই মধ্যে ছয়টি ফায়ার সার্ভিস দল ও পাঁচটি পানির ট্যাঙ্কার পৌঁছেছে ঘটনাস্থলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের বেশ কয়েকটি স্থিরচিত্র।  

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় স্টুডিওটি। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা রাজ কাপুর। তিনি মারা যাওয়ার পর বর্তমানে এর দায়িত্বে রয়েছেন তার ছেলে অভিনেতা ঋষি কাপুর।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।