ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম গান বলে কথা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
প্রথম গান বলে কথা (ভিডিও) ‘গহীন বালুচর’ ছবির শিল্পী-কুশলীরা

নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’।  এতে প্রথমবারের মতো একসঙ্গে গান গেয়েছেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। এই গানের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তানভীর ও মুন নামে দুই শিল্পীর। সেই গান ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ এখন অনলাইনে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। সৌদের কথায় এর সুর-সংগীত করেছেন ইমন সাহা।

সরকারি অনুদানে নির্মিত ছবিটি জুলাইয়ে সেন্সর সনদপত্র পায়।  

রোমান্টিক গল্পে তৈরি ছবিটিতে আছে একটি চরের জেগে ওঠার গল্প, যাতে মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিন নবাগত— তানভির, মুন ও নীলা। আরও আছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, বন্যা মির্জা, ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।
পরিচালনার পাশাপাশি ‘গহীন বালুচর’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য সৌদের। চলচ্চিত্রটি সহপ্রযোজনা করছে ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডস মুভিজ’। অচিরেই মুক্তি পাবে ‘গহীন বালুচর’।

* ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।