ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ধুম ফোর’-এ শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
‘ধুম ফোর’-এ শাহরুখ! শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

বলিউডের ‘কিং অব রোম্যান্স’ শাহরুখ খান। কিন্তু তিনি যে খলচরিত্রেও কিং তার প্রমাণ দিয়েছেন ‘ডর’, ‘বাজিগর’, ‘ডন’ ও ‘ফ্যান’-এর মতো ছবিগুলোতে অভিনয় করে। হিরো হিসেবে দর্শক তাকে যতোটা পছন্দ করেছে, ততোটাই ভিলেন হিসেবেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ধুম’ ছবির চতুর্থ কিস্তি ‘ধুম ফোর’-এ দেখা যাবে শাহরুখ খানকে। যেখানে খলচরিত্রে অভিনয় করবেন বলিউডের এই সুপারস্টার।

এর আগের ছবিগুলোতে এই চরিত্রে দেখা গিয়েছিলো- জন আব্রাহাম (ধুম), হৃতিক রোশন (ধুম টু) ও আমির খান (ধুম থ্রি)।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন মণীশ শর্মা। জানা গেছে, ‘ধুম ফোর’ পরিচালনা করবেন তিনি।

এর আগে মণীশের পরিচালিত ‘ফ্যান’ ছবিতে কাজ করেছিলেন শাহরুখ খান। কিন্তু বক্স অফিসে তেমন সফলতার মুখ দেখেনি ছবিটি। তাই শাহরুখকে নিয়ে আবার কাজ করতে চান তিনি।

শুধু শাহরুখ খান নন, কিছুদিন আগে শোনা গিয়েছিলো সালমান খানকে দেখা যাবে ছবিটিতে। তবে এরই মধ্যে রেমো ডি’সুজা পরিচালিত অ্যাকশন ধাঁচের ছবি ‘রেস থ্রি’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন সল্লু।      

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।