ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিলয়-সারিকা এক্সপ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
নিলয়-সারিকা এক্সপ্রেস নাটকের ‍দৃশ্যে সারিকা ও নিলয় (ছবি: সংগৃহীত)

ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সারিকা সাবরিন। সারিকা বিরতি নিয়ে ফিরেছেন অভিনয়ে, আগের মতোই আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে। নতুন নাটক-টেলিছবিতে সহশিল্পী হিসেবে পাচ্ছেন প্রথম সারির অভিনেতাদের। তাদের মধ্যে অন্যতম নিলয়।

নিলয়-সারিকা জুটির আত্মপ্রকাশ আনুমানিক ৮ বছর আগে, টিভিসিতে। এরপর কিছু নাটক-টেলিছবিতে কাজ করেছেন।

সম্প্রতি একসঙ্গে তিনটি নাটকে অভিনয় করেছেন নিলয়-সারিকা।

দেশে নয়, এগুলোর শুটিং হয়েছে ইন্দোনেশিয়ায়। জাকার্তার বিভিন্ন স্থান ও আয়ার দ্বীপে। বর্তমান চিত্র দেখে ভক্তরা ভাবতেই পারেন, নিলয়-সারিকার যৌথপ্রয়াস দারুণভাবে এগিয়ে যাচ্ছে।

শুটিংয়ের ফাঁকে ইন্দোনেশিয়ায় নিলয় ও সারিকা (ছবি: সংগৃহীত)১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে নিলয় জানান, সারিকার সঙ্গে তার অভিনীত নাটকগুলো হলো ‘মেঘ বৃষ্টি এক টুকরা সূর্য’ ‘আকাশগঙ্গা’ ও ‘আয়ার’। এগুলো পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এর মধ্যে দুটি নাটক লিখেছেন দয়াল সাহা, অারেকটি ইউসুফ আলী খোকন। নিলয়-সারিকার সহশিল্পী হিসেবে আছেন পুনম জুঁই। ৮-১৫ সেপ্টেম্বর নাটকগুলোর শুটিংয়ে অংশ নেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।