ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মন নিয়ে মন দেবেন মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
মন নিয়ে মন দেবেন মাহি মাহি, ছবি: সংগৃহীত

একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত জনপ্রিয় চিত্রনায়িকা মাহি। ক’দিন ধরে সহশিল্পী বাপ্পিকে নিয়ে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ করছেন বান্দরবানের নীলগিরিতে। এদিকে এই নায়িকার অনুপস্থিতিতে ঢাকায় মহরত হলো তারই আরেক ছবির, এতেও প্রেমিকের সঙ্গে মন দেওয়া-নেওয়া করবেন মাহি, নাম ‘মন দেবো মন নেবো’।

১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলামোটরে শিরোনাম গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে মহরত হলো ছবিটির। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কেক কেটে আয়োজন উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা রবিন খান, সংগীত পরিচালক শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, গায়িকা সিঁথি সাহা, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক মালেক আফসারি, নাট্যকার রেজানুর রহমান প্রমুখ।  

‘মন দেবো মন নেবো’ চলচ্চিত্রের মহরত (ছবি: সংগৃহীত)ছবিটিতে কারা অভিনয় করছেন এ ব্যাপারে ‘চমক’ দেওয়ার কথা উল্লেখ করেন নির্মাতা। সেই চমক যে মাহি, সেটি এবার জানা গেলো।  ছবিতে মাহির নায়কের ভূমিকায় থাকছেন ‘তুখোড়’ দিয়ে পরিচিতি পাওয়া চিত্রনায়ক শিবলী।   

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘মন দেবো মন নেবো’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কাহিনি ও সংলাপ লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। ২৫ সেপ্টেম্বর থেকে রংপুরে এর দৃশ্যধারণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।