ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিং নয়, সত্যি…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
শুটিং নয়, সত্যি… মোশাররফ করিম-জুঁই দম্পতি (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে হরহামেশা অভিনয় করছেন সহধর্মিনী রোবেনা রেজা জুঁই। তাই কখনো কখনো একসঙ্গে তোলা দু’জনের স্থিরচিত্র দেখে নাটক-টেলিছবির দৃশ্য মনে হতে পারে। কিন্তু এবার তেমনটি ঘটেনি, স্বামী-স্ত্রী মিলে গেছেন সমুদ্রের কাছে, উদ্দেশ্য অবকাশ যাপন।

২৯ আগস্ট হঠাৎ করেই নাটকের কাজ করার সময় পূবাইলে অসুস্থ হয়ে পড়েছিলেন মোশাররফ। এরপর হাসপাতাল হয়ে বিশ্রাম নিয়ে কাজেও ফেরেন তিনি।

ঈদের ছুটির যেন শেষ হয়নি। তাইতো স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছেন আলোচিত তারকা মোশাররফ।

হোটেলের সুইমিংপুলে কাটানো কিছু মূহুর্তের স্থিরচিত্র ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন মোশাররফ ও জুঁই। বোঝা যাচ্ছে, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন মোশাররফ। স্থিরচিত্রগুলোর ক্যাপশনে মোশাররফ লিখেছেন, ‘রিফ্রেশিং ট্রিপ উইথ রোবেনা রেজা জুঁই’।  

মোশাররফ আর জুঁই ভালোবেসে ঘর বেঁধেছিলেন। তাদের প্রেমের সূত্রপাত ২০০০ সালে। ২০০৪ সালে বিয়ে করেন তারা। সুখী দম্পতি হিসেবে সুনাম রয়েছে মোশাররফ ও জুইয়ের।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।