ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুশরার গান নিয়ে পরমব্রত (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বুশরার গান নিয়ে পরমব্রত (ভিডিও) পরমব্রত চট্টোপাধ্যায় ও বুশরা শাহরিয়ার, ছবি: সংগৃহীত

শিল্পীই শুধু বাংলাদেশের, গানটির সঙ্গে জড়িত অন্য সবাই ভারতের কলকাতার। কে এই শিল্পী? তিনি বুশরা শাহরিয়ার। তরুণ এই কণ্ঠশিল্পীর নতুন গান ‘গল্প হবি আয়’-এর সাফল্য কামনা করেছেন ওপারের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

‘আমরা সবাই চাই যে, অামাদের নিয়ে গল্প হোক। আমরা নিজেরা গল্প হতে চাই।

আর বিশেষ করে বুশরা যদি বলে গল্প হতে, তাহলে তো হতে ইচ্ছে করবেই’— কথাগুলো বলেছেন পরমব্রত। ভিডিওবার্তায় তিনি বুশরার নতুন গানটির সাফল্য কামনা করেছেন।

‘গল্প হবি আয়’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত বুশরা। তিনি বাংলানিউজকে বলেন, ‘এর আগে অনুপম রায়ের সুর-সংগীতে কাজ করেছি। সেটি বেশ প্রশংসিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে তুলে ধরেছি একাধিক গান ও ভিডিওতে। একটি গানে মডেল হিসেবে পেয়েছিলাম ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে। এবারের গানটি বেশ রোমান্টিক। এর জন্য বড় বড় মানুষদের শুভকামনা আমাকে বেশ অনুপ্রাণিত করছে। পরমব্রত চট্টোপাধ্যায় আমার প্রিয় অভিনেতা। তার এই প্রত্যাশা নিশ্চয়ই পূরণ করবো। ’  

কলকাতার প্রসেনের কথায় অরিন্দম চ্যাটার্জির সুর-সংগীতে ‘গল্প হবি আয়’ ইউটিউবে উন্মুক্ত করছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালক ঋক বসু। বুশরার পাশাপাশি এতে মডেল হয়েছেন রিদ্ধিশ চৌধুরী, তানিয়া, সুতপা, তনুমিতা প্রমুখ।

* ‘গল্প হবি আয়’ গানের ভিডিও: 

* পরমব্রত-এর শুভেচ্ছেবার্তার ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।