ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঝড়ের নাম শাকিরা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ঝড়ের নাম শাকিরা (ভিডিও) শাকিরা (ছবি: সংগৃহীত)

বিরতির পর এসেছেন শাকিরা। ফিরেই গানে-নাচে ভক্তদের বাজিমাত করেছেন। কলম্বিয়ান এই গায়িকার নতুন গান-ভিডিও ‘পেরো ফুয়েল’। 

প্রথম ৭ ঘণ্টায় ইউটিউবে এটি দেখা হয়েছে ১০ লাখ বার। ঝড়ের গতিতে বাড়ছে ভিউ।

এরই মধ্যে কোটির ঘর মারিয়েছে ‘পেরো ফুয়েল’।

৪০ বছর বয়সী শাকিরার এই গানটির ভিডিওর শুটিং হয়েছে স্পেনের বার্সেলোনায়। এটি তৈরি করেছেন জ্যম দি লাইউয়ানা। ছয় বছর আগে শাকিরার ‘রাবিওসা’ ও এক বছর আগে ‘লা বিসিক্লেতা’ মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন তিনি।
 
শাকিরার নতুন অ্যালবাম ‘এল দোরাদো’র তৃতীয় সিঙ্গেল ‘পেরো ফিয়েল’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিকি জ্যাম।

* ‘পেরো ফুয়েল’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।