ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কা চোপা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
প্রিয়াঙ্কা চোপা! ছবি: সংগৃহীত

নাম তার প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড সর্বত্র তিনি এই নামে পরিচিত, বিখ্যাত। কিন্তু এমন তারকার নামটিই বিকৃত হয়ে গেলো? ‘প্রিয়াঙ্কা চোপা’ সম্বোধনে ডাকা হলো ভারতীয় এই শিল্পীকে!

সম্প্রতি অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডস আসরে সঞ্চালক হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা গাউনে দেশি গার্লখ্যাত এই অভিনেত্রী নজর কেড়েছিলেন সবার।

তবে তাকে মঞ্চে ডাকতে গিয়ে নামবিভ্রাটে জড়িয়ে গেলেন ঘোষক। ভরা মজলিসে তার মুখেই ‘প্রিয়াঙ্কা চোপা’ উচ্চারিত হলো। এতে চটেছেন নায়িকার ভক্তরা। নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনা।

প্রিয়াঙ্কা ও অ্যান্টনি এন্ডারসন ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি টক সিরিজ’-এর বিজয়ীকে পুরস্কার প্রদানের জন্য প্রিয়াঙ্কার নাম ঘোষণা করেন অ্যান্টনি এন্ডারসন। ‘কোয়ান্টিকো’ তারকার নামের শেষে ‘চোপা’ বলে ফেলেন তিনি! প্রিয়াঙ্কার নাম বিকৃতির কারণে সোশ্যাল মিডিয়ায় রোষানলে পড়েছেন অ্যান্টনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।