ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিলার ঘর ভাঙেনি, গুজব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
মিলার ঘর ভাঙেনি, গুজব মিলা (ছবি: সংগৃহীত)

১০ বছরের প্রেমের সম্পর্ক গড়িয়েছিলো বিয়েতে। ছয় মাস না যেতেই ভেঙে গেলো ঘর! জনপ্রিয় গায়িকা মিলা বিয়ে বিচ্ছেদের শিকার হয়েছেন— বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রতিবাদ জানিয়েছেন মিলা। তার বিয়ে বিচ্ছেদ হয়নি।

চলতি বছরের ১২ মে প্রেমিক বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা। বিয়ের পরপরই মনোমালিন্য ও ঝগড়াঝাটি শুরু হয় দু’জনের মধ্যে।

পারিবারিক হস্তক্ষেপে কিছু সমস্যার সমাধান হয়। এখনও মনোমালিন্য রয়েছে, তবে ছাড়াছাড়ির মতো কিছু হয়নি বলে জানালেন মিলা।

মিলা আরও জানিয়েছেন, তিনি এখন স্বামীর সঙ্গে রয়েছেন। সংসারে অনেক কিছুই ঘটে, তিনিও এর বাইরে নন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।