ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যারা জিতলেন এমি অ্যাওয়ার্ডস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
যারা জিতলেন এমি অ্যাওয়ার্ডস এমি অ্যাওয়ার্ডস বিজয়ীরা (ছবি: সংগৃহীত)

আমেরিকার মূলধারা টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রতি বছর দেওয়া হয় এমি অ্যাওয়ার্ডস। এরই ধারাবাহিকতায় রোববার (১৭ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিলো এমি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসর। সেখানে উপস্থিত ছিলেন নামী-দামি তারকারা।

এমি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরে সেরা ড্রামা সিরিজে সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে স্ট্রিমিং সার্ভিস হুলুর “দ্য হ্যান্ডমেইড’স টেল”। এইচবিও’র লিমিটেড সিরিজ ‘লিটল বিগ লাইস’ও পেয়েছে পাঁচটি সম্মান।

একই চ্যানেলের ‘ভিপ’-এর ঘরে গেছে সেরা কমেডি সিরিজসহ সর্বোচ্চ দুটি পুরস্কার।

নিকোল কিডম্যানড্রামার সিরিজের মধ্যে ‘ওয়েস্ট ওয়ার্ল্ড’, ‘বেটার কল সাউল’, ‘দ্য ক্রাউন’, ‘হাউস অব কার্ডস’, ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘দিস ইজ আস’ হেরে গেলো “দ্য হ্যান্ডমেইড’স টেল”-এর কাছে। এটি তৈরি হয়েছে ১৯৮৫ সালে প্রকাশিত মার্গারেট অ্যাটউডের উপন্যাস অবলম্বনে। এতে যৌন দাসত্বে বাধ্য হওয়া এক নারীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন এলিজাবেথ মস। কেরি রাসেল (দ্য আমেরিকানস), ক্লেয়ার ফয় (দ্য ক্রাউন), রবিন রাইট (হাউস অব কার্ডস), ভায়োলা ডেভিস (হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার) ও ইভান র্যা চেল উডকে (ওয়েস্ট ওয়ার্ল্ড) হটিয়ে এই স্বীকৃতি পেলেন তিনি। ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের স্বীকৃতিও গেছে “দ্য হ্যান্ডমেইড’স টেল” তারকা অ্যান ডাউডের হাতে। এছাড়া পরিচালনা ও চিত্রনাট্য শাখায় সেরা হয়েছে সিরিজটি।

চমকপ্রদ তথ্য হলো- প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতেছেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। এইচবিও’র নারীকেন্দ্রিক লিমিটেড সিরিজ ‘বিগ লিটল লাইস’-এ স্বামীর হাতে নির্যাতনের শিকার এক স্ত্রী ও মায়ের চরিত্রে অভিনয় করে জীবনের প্রথম এমি ঘরে তুললেন তিনি।

এ প্রসঙ্গে নিকোল বলেছেন, ‘টেলিভিশনের শক্তি আমাদের মান বাড়িয়েছে, দর্শকরা আমাদেরকে তাদের ঘরে ঢোকার সুযোগ দিয়েছেন এর মাধ্যমে। তবে যে কোনও অনুষ্ঠান বিনোদনমূলক হওয়ার পাশাপাশি তাতে সামাজিক বক্তব্যও থাকা লাগে। এর অংশ হিসেবে অভিনয়ের সময় মাঝে মধ্যে বিশাল বার্তা দেওয়ার সুযোগ আসে। আমরা গৃহনির্যাতনের দিকটি তুলে ধরেছি। ’ চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কে ঘরে তুললেন এমি অ্যাওয়ার্ডস-

এমি অ্যাওয়ার্ডস ২০১৭: বিজয়ী তালিকা

ড্রামা সিরিজ: দ্য হ্যান্ডমেইড’স টেল
কমেডি সিরিজ: ভিপ
লিমিটেড সিরিজ: বিগ লিটল লাইস
সেরা টিভি মুভি: ব্ল্যাক মিরর: সান জুনিপেরো
অভিনেত্রী (ড্রামা সিরিজ): এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেল)
অভিনেতা (ড্রামা সিরিজ): স্টার্লিং কে ব্রাউন (দিস ইজ আস)
পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): অ্যান ডাউড (দ্য হ্যান্ডমেইড’স টেল)
পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): জন লিথগো (দ্য ক্রাউন)
অভিনেতা (কমেডি সিরিজ): ডোনাল্ড গ্লোভার (আটলান্টা)
অভিনেত্রী (কমেডি সিরিজ): জুলিয়া লুই-ড্রেফাস (ভিপ)
পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): কেট ম্যাককিনন (স্যাটারডে নাইট লাইভ)
পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): অ্যালেক ব্যাল্ডউইন (স্যাটারডে নাইট লাইভ)
অভিনেত্রী (লিমিটেড সিরিজ): নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)
অভিনেতা (লিমিটেড সিরিজ): রিজ আহমেদ (দ্য নাইট অফ)
পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ): লরা ডার্ন (বিগ লিটল লাইস)
পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): আলেক্সান্ডার স্কার্সগার্ড (বিগ লিটল লাইস)
পরিচালনা (ড্রামা সিরিজ): রিড মোরানো (দ্য হ্যান্ডমেইড’স টেল)
পরিচালনা (কমেডি সিরিজ): ডোনাল্ড গ্লোভার (আটলান্টা)
পরিচালনা (লিমিটেড সিরিজ): জ্যঁ-মার্ক ভ্যালি (বিগ লিটল লাইস)
চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): ব্রুস মিলার (দ্য হ্যান্ডমেইড’স টেল)
চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): আজিজ আনসারি ও লেনা ওয়াইটি (মাস্টার অব নান)
চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ): চার্লি ব্রুকার (ব্ল্যাক মিরর)
রিয়েলিটি-কম্পিটিশন অনুষ্ঠান: দ্য ভয়েস
ভ্যারাইটি স্কেচ সিরিজ: স্যাটারডে নাইট লাইভ
ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।