ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘এটি এমন কিছু যা আপনারা আগে কখনও দেখেননি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
‘এটি এমন কিছু যা আপনারা আগে কখনও দেখেননি’ সানি লিওন (ছবি: সংগৃহীত)

পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ ছবির মধ্য দিয়ে ২০১২ সালে বলিউডে পা রেখেছেন সানি লিওন। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি। এরপর অভিনয় করেছেন, ‘জ্যাকপট’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘রাগিনী এমএমএস টু’ ও ‘এক পহেলি লীলা’ ছবিতে। পাশাপাশি বেশ কয়েকটি ছবির আইটেম গানেও নাচতে দেখা গেছে সানিকে।

ক’দিন আগে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন। এ কারণে কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

এবার নতুন এক কারণে খবরের শিরোনামে উঠে এলো তার নাম।

সানি লিওন (ছবি: সংগৃহীত)সোমবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দু’টি স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, মুখে বেগুণি রঙা কিছু মেখে বসে আছেন সানি। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি এমন কিছু যা আপনারা আগে কখনও দেখেননি। আমার নতুন প্রজেক্ট। ’

জানা গেছে, পরবর্তী ছবির জন্যই নাকি এই বিশেষ মেকআপ করছেন সানি লিওন। তবে কোন ছবির জন্য তা এখনও জানাননি তিনি।

‘তেরা ইন্তেজার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সানি। এতে তার সহশিল্পী আরবাজ খান। আগামী নভেম্বরে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।