ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাক্তন প্রেমিক ধোনিকে নিয়ে কি বললেন রাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
প্রাক্তন প্রেমিক ধোনিকে নিয়ে কি বললেন রাই মহেন্দ্র সিং ধোনি ও রাই লক্ষ্মী (ছবি: সংগৃহীত)

দীপক শিবদাসানি পরিচালিত ‘জুলি টু’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাই লক্ষ্মী। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। যেখানে বেশ খোলামেলা দৃশ্যে হাজির হয়েছেন রাই। এ কারণে কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। যার ফলে আলোচনায় আসছে তার ব্যক্তিগত জীবনের নানা বিষয়। এরই সাথে ধোনির সঙ্গে তার প্রেমের বিষয়টিও উঠে এসেছে।

২০০৮ সালের কথা। সেসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই এক্সপ্রেসের প্রতিনিধি ছিলেন দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী।

অন্যদিকে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরবর্তীতে তাদের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জনও ওঠে। কিন্তু কয়েকদিনের মধ্যে তাদের বিচ্ছেদের গুজবও রটে।

সম্প্রতি ‘জলি টু’-এর প্রচারণা অনুষ্ঠানে ধোনির সঙ্গে তার প্রেমের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় রাইকে। জবাবে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘তিনি কে?’

বলিউডের এই অভিনেত্রী আরও বলেন, ‘এই বিষয়টির এখন ইতি টানা প্রয়োজন। এটি অনেক আগের ঘটনা, তিনি এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তার বাচ্চা রয়েছে। জীবনে কিছু বিষয় ঠিকঠাক হয় না, কিন্তু এরপরও আপনাকে এগিয়ে যেতে হয়। মানুষ খুব সহজেই চিন্তা করে নিয়েছিলো যে, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু এটি একদমই সত্যি নয়। এই গুঞ্জনের কারণে আমরা ভীষণ বিব্রত হয়েছিলাম এবং এ বিষয়ে আমি মিডিয়ায় কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন এ বিষয়ে বলছি। বিস্তারিত কিছু বলতে চাই না কারণ তাকে আমি অনেক সম্মান করি। ’

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুলি’ ছবির সিক্যুয়েল ‘জুলি টু’। এতে রাই ছাড়াও রয়েছেন-রতি অগ্নিহোত্রী, সাহিল সালাথিয়া, আদিত্য শ্রীবাস্তব, রবি কৃষাণ এবং পঙ্কজ ত্রিপাঠি। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।