ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাপসীর জন্যই ভাঙলো বরুণের প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
তাপসীর জন্যই ভাঙলো বরুণের প্রেম! তাপসী পান্নু্, বরুণ ধাওয়ান ও নাতাশা (ছবি: সংগৃহীত)

খুব শিগগিরই মুক্তি পাবে ‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’। যার প্রচারণায় কোনও কমতি রাখছেন না ছবির অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু্। জ্যাকলিনকে সব জায়গায় দেখা না গেলেও প্রায় সর্বত্রই একসঙ্গে হাজির হচ্ছেন বরুণ-তাপসী। আর এ কারণেই নাকি ভেঙে যাচ্ছে বরুণ-নাতাশার প্রেমের সম্পর্ক।

শোনা যাচ্ছে, তাপসীর সঙ্গে বরুণের ঘনিষ্ঠতা খুব একটা ভালো চোখে দেখছেন না নাতাশা। কারণ শুধু ছবির প্রচারই নয়, বরুণ নাকি তার পরবর্তী ছবিতেও নায়িকা হিসাবে তাপসীর নাম প্রস্তাব করেছেন।

এমনকি বিজ্ঞাপণেও বলিউডের এই নাম প্রস্তাব করেছেন।

এবারই প্রথম নয়, এর আগেও নাকি নাতাশা বরুণকে অনুরোধ করেছিলেন আলিয়ার সঙ্গে বেশি ছবিতে অভিনয় না করার জন্যে। এছাড়া কিছুদিন আগে আলিয়া ভাটও ঘোষণা দিয়েছিলেন বরুণের সঙ্গে আর অভিনয় করবেন না তিনি।

** ‘জুড়ুয়া টু’ ছবির ট্রেলার

 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।