ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অসুস্থ ডিপজল, নেওয়া হবে সিঙ্গাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
অসুস্থ ডিপজল, নেওয়া হবে সিঙ্গাপুর মনোয়ার হোসেন ডিপজল (ছবি: সংগৃহীত)

গুরতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা ও ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার।

ডিপজলের অসুস্থতা প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং ফুসফুসে পানি জমেছে।

এর বেশি এখন কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা করানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এখন ল্যাবএইডে সিসিইউতে ভর্তি রয়েছেন। ’

নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন ডিপজল। শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে ‘কোটি টাকার প্রেম’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের দুটি চলচ্চিত্রের কাজ।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।