ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রেস থ্রি’তে ক্যাটরিনাকে চাইছেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
‘রেস থ্রি’তে ক্যাটরিনাকে চাইছেন সালমান! সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

বলিউডের অ্যাকশনধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘রেস’ অন্যতম। শিগগিরই শুরু হবে এর তৃতীয় কিস্তির কাজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার সালমান খান। ছবিতে তার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে।

এবার শোনা যাচ্ছে- বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও থাকবেন ‘রেস থ্রি’তে। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে সালমান খানের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, “তিনজন অভিনেতা ও দু’জন অভিনেত্রীকে নিয়ে নির্মিত হবে ‘রেস থ্রি’। এ কারণে জ্যাকলিনের সঙ্গে ক্যাটরিনা কাইফের নাম প্রস্তাব করেছেন সালমান।   এছাড়া তারা কাজ করেছেন ‘রেস টু’ ছবিতেও। ’

এখানেই শেষ নয়, ‘রেস’  সিরিজের আগের দুই ছবির নায়ক সাইফ আলি খানকে হটিয়ে জায়গা দখল করে নিয়েছেন সালমান খান। এবার শোনা যাচ্ছে- অনিল কাপুরকেও দেখা যাবে না তৃতীয় পর্বে। তার পরিবর্তে নেওয়া হবে অভিনেতা সুরজ পাঞ্চোলিকে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।