ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরতিতে জেনিফার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বিরতিতে জেনিফার জেনিফার লরেন্স (ছবি: সংগৃহীত)

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন জেনিফার লরেন্স। ব্যক্তিগত জীবন উপভোগ করতেই নাকি স্পটলাইট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের এই অভিনেত্রী। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো।

নিজের পরবর্তী ছবি ‘মাদার’ এর প্রচারণা অনুষ্ঠানে অস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমি বিরতি নিচ্ছি। দুই বছরের আগে কোনো কাজ হাতে নিবো না।

বিরতিতে কী করবো জানিনা। শুধু জানি ছোট একটি বিরতি নিচ্ছি। ’

‘দ্যা হাঙ্গার গেম’, ‘সিলভার লাইনিং প্লে বুক’ এবং ‘প্যাসেঞ্জার’ এর মতো সুপার হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন জেনিফার লরেন্স। তবে তার নতুন ছবি ‘মাদার’ বেশ সমালোচিত হচ্ছে। এতে জেনিফারের সঙ্গে আরও রয়েছেন- হেভিয়ার বারদেম, এড হ্যারিস ও মিশেল পাইফারসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।