ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৌরভকে নাচালেন বরুণ-জ্যাকলিন-তাপসী (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
সৌরভকে নাচালেন বরুণ-জ্যাকলিন-তাপসী (ভিডিও) সৌরভ, বরুণ, জ্যাকলিন ও তাপসী (ছবি: সংগৃহীত)

‘জুড়ুয়া টু’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়া ও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। প্রচারে কোনও কমতি রাখছেন তারা। প্রতিদিনই ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ছবিটির প্রচারণার জন্য কলকাতা গিয়েছেন বরুণ ধাওয়া, জ্যাকলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। যেখানে গিয়ে রিয়েলিটি শো ‘দাদাগিরির’ মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলিউডের এই তিন অভিনেতা।

আর সেখানেই ভারতের প্রাক্তন ক্রিকেটার ও সঞ্চালক সৌরভ গাঙ্গুলিকে নাচিয়েছেন তারা।

‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়ের ‘জুড়ুয়া টু’। এটি পরিচালনা করেছেন বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

** ‘উঁচি হ্যায় বিল্ডিং’ গানে সৌরভ, বরুণ, জ্যাকলিন ও তাপসীর নাচ

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।