ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেনো নিরাপত্তা বাড়ালেন আমির?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
কেনো নিরাপত্তা বাড়ালেন আমির? আমির খান (ছবি: সংগৃহীত)

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির দৃশ্যধারণ নিয়ে কাজ করছেন আমির খান। কিন্তু এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফাঁস হয়ে যায় ছবিতে আমিরের লুক। যেখানে দেখা যাচ্ছে- উস্ক-শুষ্ক চুল ও ময়লা পোশাক পরা রয়েছেন বলিউডের এই সুপারস্টার।

কাজ নিয়ে বেশ সচেতন থাকেন মিস্টার পারফেকশনিস্ট। যতোটা সম্ভব গোপনীয়তা রক্ষা করার চেষ্টার করেন বলিউডের এই সুপারস্টার।

কিন্তু এর মাঝেও লুক ফাঁস হওয়ায় ভীষণ চটেছেন আমির খান। শুধু তাই নয় পরবর্তীতে যেনো এমন ঘটনা না ঘটে এজন্য শুটিং সেটে নিরাপত্তা জোরদার করেছেন তিনি।

আমির খানের ফাঁস হয়ে যাওয়া লুক (ছবি: সংগৃহীত)বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমির খানের পাশাপাশি আরও অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এবারই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা। এছাড়া আরও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।