ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সত্যিকারের হিরোর গল্প (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
সত্যিকারের হিরোর গল্প (ভিডিও) সাগর ও নাদিয়া (ছবি: সংগৃহীত)

গল্প আর খুনসুঁটিতে অতীতের বিভিন্ন স্মৃতি খুঁজতে শুরু করে ওরা। ১৩ বছর বয়সী প্রেমের ভালো-মন্দ ঘটনা মনে পড়তে থাকে। একটি ঘটনার প্রসঙ্গ আসতেই বদলে যায় প্রেমিকের অভিব্যক্তি। প্রেমিকার ওপর দিয়ে যাওয়া সেই ঘটনার প্রতিশোধ নিয়েছে ছেলেটি। একটু পর পুলিশ তাকে নিয়ে যাবে। 

এমন গল্প নিয়েই স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য হিরো’। সম্প্রতি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে।

নাদিয়া খানম আর সাগরকে নিয়ে এটি তৈরি করেছেন ভিকি জাহেদ।

নির্মাতা বলেছেন, ‘আমি এমন একজন হিরোর গল্প বলেছি, যে কি-না আমাদের সবার মাঝে অবস্থান করে কিন্তু খুব সহজে সামনে আসে না। এই হিরো সিনেমার হিরো নয়, সত্যিকারের হিরো। ’

ছবিটি নিয়ে নাদিয়া বলেন, ‘সমাজে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় এতে উঠে এসেছে। কাজ করে স্বস্তি পেয়েছি। ’

প্রায় ১৬ মিনিট ব্যাপ্তির ‘দ্য হিরো’ প্রসঙ্গে অভিনেতা সাগর বলেন, ‘আমার জীবনে সেরা কাজ এটি। কাজ করতে গিয়ে আমি নিজেকে উপলব্ধি করতে পেরেছি। ’
সেফ ফুডসের ব্যানারে নির্মিত ও টাইগার মিডিয়া পরিবেশিত ‘দ্য হিরো’ একটি মোশন ভাস্কর নির্মাণ।  

* উপভোগ করুন ‘দ্য হিরো’: 

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।