ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হালদা’র পোস্টার তৈরি করলেন বিপাশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
‘হালদা’র পোস্টার তৈরি করলেন বিপাশা বিপাশা হায়াৎ, ডানে ‘হালদা’র পোস্টার

অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও আঁকাআঁকিতেও পারদর্শী বিপাশা হায়াৎ। এবার চলচ্চিত্রের পোস্টার ডিজাইন করেছেন তিনি। ছবির নাম ‘হালদা’, পরিচালক তারই স্বামী তৌকীর আহমেদ। 

‘অজ্ঞাতনামা’ ছবির রেশ থাকতে থাকতে ‘হালদা’র মুক্তির ঘোষণা দিয়েছেন তৌকীর। আগামী ডিসেম্বর এটি মুক্তি পাবে, তবে দিনটি চূড়ান্ত করেননি।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, সুজাত শিমুল প্রমুখ। ২১ সেপ্টেম্বর ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে, এরই ডিজাইন করেছেন বিপাশা।

গেল বছরের এপ্রিলে শুরু হয় ‘হালদা’র শুটিং। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ। এটি হবে তার পঞ্চম ছবি। ‘অজ্ঞাতনামা’ প্রশংসিত হলেও প্রচারের অভাব ছিলো। ‘হালদা’র ক্ষেত্রে তেমনটি ঘটবে না বলেই প্রত্যাশা তৌকীর আহমেদের ভক্তরা।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।