ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে গাইলেন এন্ড্রু কিশোর-সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
একসঙ্গে গাইলেন এন্ড্রু কিশোর-সাবিনা ইয়াসমিন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন (ছবি: সংগৃহীত)

চলচ্চিত্রের গানে অবিস্মরণীয় জুটি এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। তাদের গাওয়া অসংখ্য গান পেয়েছে কালজয়ের তকমা ও জনপ্রিয়তা। দীর্ঘদিন বিরতির আবারও একসঙ্গে গলা মেলালেন কিংবদন্তি এই দুই শিল্পী।

চলচ্চিত্রের গানে আগের মতো ব্যস্ততা নেই সিনিয়র শিল্পীদের— বিষয়টি অনুধাবন করেছেন কাহিনিকার ও পরিচালক ছটকু আহমেদ। এ কারণেই তার নতুন ছবি ‘দলিল’-এ থাকছে সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের দ্বৈত গান।

আর এটি তৈরি করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, লিখেছেন মনিরুজ্জামান মনির।  

স্টুডিওতে গানের মানুষেরা (ছবি: সংগৃহীত)বাংলানিউজের সঙ্গে আলাপে ছটকু আহমেদ জানান, ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘ভালোবাসা একবারই হয়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ও এন্ড্রু কিশোর। গানে ও আড্ডায় দারুণ সময় কেটেছে তাদের। ‘দলিল’-এ অভিনয় করছেন শিপন মিত্র ও তানিয়া বৃষ্টি।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।