ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিয়ানমারে গণহত্যা বন্ধে শাবানা আজমির আহ্বান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
মিয়ানমারে গণহত্যা বন্ধে শাবানা আজমির আহ্বান শাবানা আজমি (ছবি: সংগৃহীত)

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বরতা গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। এই সহিংসতা বন্ধে সারা বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাবানা। সেখানে তিনি জানান, রোহিঙ্গা সমস্যায় পদক্ষেপ নিতে সব দেশের সুশীল সমাজের নেতাদের উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়া।

৬৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে সহিংসতা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গণহত্যার শামিল। এই বর্বরতা থামাতে সারাবিশ্বকে আসতে হবে এক কাতারে। ’

শাবানা আজমি আরো জানান, মানবিক সংকট সমাধানে রোহিঙ্গাদের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতীয় শিল্পীদের পক্ষ থেকে একটি দীর্ঘ চিঠি দেওয়া হয়েছে। এতে তার পাশাপাশি স্বাক্ষর করেছেন কয়েকজন শিল্পী।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করা সংখ্যালঘু রোহিঙ্গারা বহু বছর ধরে নিপীড়িত। দেশটির সেনাবাহিনীর তাণ্ডবের পর ঘরবাড়ি ছেড়ে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছেন বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।