ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘এবিসিডি থ্রি’তে বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
‘এবিসিডি থ্রি’তে বরুণ ধাওয়ান বরুণ ধাওয়ান (ছবি: সংগৃহীত)

বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘এবিসিডি’ অন্যতম। শিগগিরই শুরু হবে এর তৃতীয় কিস্তির কাজ। এতে প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। এমনটাই ঘোষণা দিয়েছেন পরিচালক রেমো ডি’সুজা।

সম্প্রতি নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ড্যান্স প্লাস থ্রি’র মঞ্চে ‘জুড়ুয়া টু’ ছবির প্রচারণার জন্য হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। সেসময় ‘এবিসিডি থ্রি’তে প্রধান চরিত্রে বরুণকে নেওয়া হবে বলে ঘোষণা দেন রেমো ডি’সুজা।

এর আগে রেমো ডি’সুজা পরিচালিত ‘এবিসিডি টু’তে অভিনয় করেছিলেন বরুণ। সেসময়ই এর পরের কিস্তিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউডের এই অভিনেতা। এ কারণেই তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেমো।

ছবিতে বরুণের পাশাপাশি এবারও দেখা যাবে নৃত্য পরিচালক ধর্মেশ ইয়েলান্ডে, পুণিত পাঠাক, রাঘব জুয়ালকেও। শোনা যাচ্ছে, ‘রেস থ্রি’র কাজ সম্পন্ন হওয়ার পরই ‘এবিসিডি থ্রি’র দৃশ্যধারণ শুরু করবেন রেমো।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।