ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যর্থ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ব্যর্থ শ্রদ্ধা ‘হাসিনা পার্কার’ ছবির পোস্টার

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা পার্কার’। মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনী নিয়ে নির্মিত ছবিতে নাম চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখছে না ছবিটি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুক্তির একদিনে মাত্র দুই কোটি ২৫ লাখ রুপি আয় করেছে ছবিটি।

অবশ্য ‘হাসিনা পার্কার’-এর ব্যর্থতার জন্য অন্য কিছুকে দায়ী করেছেন নির্মাতারা।

তাদের দাবি, একইদিনে সঞ্জয় দত্তের ‘ভূমি’, রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ ও হলিউড ছবি ‘কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল’ মুক্তি পাওয়ায় দর্শক টানতে পারছে না ছবিটি।

‘হাসিনা পার্কার’-এ শ্রদ্ধার পাশাপাশি আরও অভিনয় করেছেন তার ভাই সিদ্ধান্ত কাপুর, অঙ্কুর ভাটিয়াসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।