ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইটেম নাম্বারে মিম, সঙ্গে শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আইটেম নাম্বারে মিম, সঙ্গে শাকিব বিদ্যা সিনহা সাহা মিম ও শাকিব খান (ছবি: সংগৃহীত)

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে আলোচনায় এসেছিলেন মিম। সেটি আট বছর আগের কথা। আবার বড়পর্দায় ফিরেছে এই জুটি। দুটি ছবির কাজ চলছে। এবার আইটেম নাম্বারে মিমের সঙ্গে নাচের মুদ্রা মেলাবেন শাকিব।

উত্তম আকাশ পরিচালিত ‘হামলা মামলা ঝামেলা’ ও ‘আমি নেতা হবো’ ছবি দুটিতে জুটি বেঁধেছেন শাকিব-মিম।  ‘আমি নেতা হবো’তে থাকছে একটি আইটেম নাম্বার।

২৪ সেপ্টেম্বর থেকে এফডিসিতে এর দৃশ্যধারণ শুরু হবে। এদিন মিম একাই নাচবেন, পরদিন তার সঙ্গে যোগ দেবেন শাকিব।  

বাংলানিউজের সঙ্গে আলাপে মিম জানান, নাচের মহরা করছেন তিনি। তার বিশ্বাস, কিং খানের সঙ্গে গানটি বেশ জমে উঠবে। এর আগেও একাধিক ছবির আইটেম নাম্বারে নেচেছিলেন এই লাক্সতারকা।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।