ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুটি কনসার্ট বাতিল করলো শিরোনামহীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
দুটি কনসার্ট বাতিল করলো শিরোনামহীন শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা

পরপর দু’দিন মঞ্চ মাতানোর কথা ছিলো। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন সেভাবে প্রস্তুতিও নেয়। কিন্তু অনিচ্ছ্বাকৃত কারণে দুটি কনসার্টই বাতিল করলো তারা। ব্যান্ডের প্রধান গায়ক তুহিনে অসুস্থতার কারণে এমনটি হয়েছে।

বাংলানিউজের সঙ্গে আলাপে শিরোনামহীনে কিবোর্ড বাদক রাসেল কবীর জানান, কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন তুহিন। জটিল কোনো রোগ নয়, পেটে গ্যাসের সমস্যায় ভুগছেন তিনি।

এ অবস্থায় কনসার্ট বাতিল করতে হয়েছে।  

 ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালাস (বিইউপি) ও ২৪ সেপ্টেম্বর চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (চুয়েট) কনসার্ট করতে না পারায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছে শিরোনামহীন। জানা গেছে, শিরোনামহীন অংশ নিতে না পারলেও দুটি কনসার্টই পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।