ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সোমবার 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সোমবার  ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ডিপজলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। 

অভিনেতা ডিপজলের কন্যা ওলিজা মানোয়ারের বরাত দিয়ে বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‘আজই (২৩ সেপ্টেম্বর) ওলিজার সঙ্গে কথা হয়েছে।

ডিপজল সুস্থ আছেন। সব ধরনের টেস্ট সম্পন্ন হয়েছে। সোমবার হার্ট সার্জারি করা হবে। ডিপজল সবার কাছে দোয়া চেয়েছেন। ’ 

১৯ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ার হোসেন ডিপজল। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয় ডাকসাইটে এই অভিনেতা ও প্রযোজককে।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।