ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে সংগীতশিল্পী চার্লস ব্র্যাডলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
না ফেরার দেশে সংগীতশিল্পী চার্লস ব্র্যাডলি চার্লস ব্র্যাডলি (ছবি: সংগৃহীত)

মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় আমেরিকান সংগীতশিল্পী চার্লস ব্র্যাডলি। শনিবার (২৩ সেপ্টেম্বর) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

চার্লসের টুইটার অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিটি এরকম ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, না ফেরার দেশে চলে গেছেন চার্লস।

কঠিন সময়গুলোতে তার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ’

২০১৬ সালে চার্লসের পাকস্থলিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এ বছরের শুরুর দিকে সেটি ভালোর দিকে গেলেও কিছুদিন আগে সেটি যকৃতে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।