ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৭ থেকে ২৭

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
২৭ থেকে ২৭ দৃশ্য: ডুব

২৭ সেপ্টেম্বর ট্রেলার আর ২৭ অক্টোবর পুরো ছবির মুক্তি— এমনই ঘোষণা এলো আলোচিত যৌথ প্রযোজনার ছবি ‘ডুব’-এর। 

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। বাংলাদেশসহ ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এর ঠিক এক মাস আগে ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটির প্রতীক্ষিত ট্রেলার।

‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ও কলকাতার এসকে মুভিজ।  
 
প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের কিছু ‘বিতর্কিত ঘটনা’ নিয়ে বানানো হয়েছে কি-না জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে। তাই অপেক্ষা ২৭ অক্টোবর পর্যন্ত।  

তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে পাঁচটি দৃশ্য কাট-ছাঁট শেষে ৮ আগস্ট ছাড়পত্র দেয় ‘ডুব’কে। দেশে বিতর্ক তৈরি করলেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও পুরস্কার পেয়েছে ছবিটি।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।