ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

টপ টেন সুন্দরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
 টপ টেন সুন্দরী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সেরা ১০ প্রতিযোগী

পাওয়া গেলো ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর শীর্ষ ১০ সুন্দরী প্রতিযোগীকে। এই দশজনের মধ্য থেকেই একজন অংশ নেবেন চীনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল আসরে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ সুন্দরী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি ও জেসিকা ইসলাম।  

এখন চূড়ান্ত পর্বের জন্য অপেক্ষা।

২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্র্যান্ড গালা রাউন্ড। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বসুন্ধরা  ইন্টারন্যাশন্যাল কনভেনশন সিটির নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে। এই আয়োজন উপভোগ করা যাচ্ছে এনটিভিতে।  মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় প্রচার হবে গ্র্যান্ড গালা রাউন্ড। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।