ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঘর ভাঙলো স্পর্শীয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
ঘর ভাঙলো স্পর্শীয়ার স্পর্শীয়া, ছবি: বাংলানিউজ

বিবাহ বিচ্ছেদের শিকার হয়েছেন মডেল-অভিনেত্রী স্পর্শীয়া। এ ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রেমিক ও স্বামী রাফসান আহসান বাংলানিউজকে জানিয়েছেন, ২১ আগস্ট তারা বিবাহ বিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে আবেদন করেছেন।

২৫ সেপ্টেম্বর দুপুরে রাফসান আহসান বলেছেন, ‘দু’জনের মধ্যে ঠিকঠাক বোঝাপড়া হচ্ছিলো না। এ কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

আমি চাই স্পর্শিয়া তার ক্যারিয়ারে আরও উন্নতি করুক। আমি বন্ধুর মতো তার পাশে ছিলাম, আছি এবং থাকবো। ’

এ ব্যাপারে স্পর্শীয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কেননা রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে তিনি ফোন নম্বরটি বন্ধ করে রেখেছেন।

স্পর্শীয়া ও রাফসান আহসান (ছবি: সংগৃহীত)২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর স্পর্শীয়ার সঙ্গে নির্মাতা রাফসানের বাগদান হয়। ১ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার মাসের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিয়েছিলেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।