ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কপিল দেবের ভূমিকায় রণবীর সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
কপিল দেবের ভূমিকায় রণবীর সিং ছবি: সংগৃহীত

ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে। পরিচালক, অভিনেতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সবই চূড়ান্ত। ছবিটিতে উঠে আসবে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ঘটনা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বসেরার শিরোপা পায় ভারত। ছবিটি পরিচালনা করবেন কবির খান। 

অনুরাগ কাশ্যপ, বিকাশ বল, বিক্রমাদিত্য মোতওয়ানে ও মধু মন্তেনার মালিকানাধীন ফ্যান্টম ফিল্মস এটি তৈরি করছে। কবির খান আগেই নিশ্চিত করেছিলেন যে, কপিলের চরিত্রে রণবীর তার প্রথম পছন্দ।

তিনি জানান, এই চরিত্রে রণবীরের বিকল্প দেখছেন না তিনি। চিত্রনাট্য লেখার সময় থেকে এই তারকাকে মাথায় রেখেছেন কবির।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে বিক্রমাদিত্য মোতওয়ানে জানান, রণবীর সিং ও কবির খানকে নিয়ে ছবি তৈরি করতে পেরে তারা আনন্দিত।  

এই প্রথম নয়, এর আগেও বলিউডে খেলোয়াড়দের নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। মিলকা সিং, মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকারের জীবননির্ভর ছবিগুলো আলোচনা তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় এবার আসছেন কপিল দেব।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।