ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বড় ছেলে’র পর ‘আস্থা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
‘বড় ছেলে’র পর ‘আস্থা’ অপূর্ব ও মেহজাবিন, ছবি: সংগৃহীত

ঈদুল আযহায় প্রচারিত নাটক-টেলিছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অালোচনা হয়েছে ‘বড় ছেলে’কে নিয়ে। সঙ্গত কারণেই সফল জুটি হিসেবে অপূর্ব-মেহজাবিনও প্রশংসিত। জানা গেলো একই নির্মাতার নতুন নাটকেও পাওয়া যাবে জনপ্রিয় এই জুটিকে।

‘বড় ছেলে’র নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক নাটক-টেলিছবি তৈরি করছেন। এর মধ্যে একটিতে রেখেছেন তার প্রিয় জুটি অপূর্ব-মেহজাবিনকে।

নাটকের নাম ‘আস্থা’। এ সপ্তাহে নাটকটির দৃশ্যায়ন হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে।  

আরিয়ান বলেছেন, ‘আমি বরাবরের মতো নিজের গল্পটাই তুলে ধরছি। একই জুটির নতুন নাটক নিয়ে আমি আশাবাদী। ভালোবাসা দিবসে বিস্তারিত…। ’ 

‘আস্থা’ নাটকের দৃশ্যে মেহজাবিনঅপূর্ব-মেহজাবিনের পাশাপাশি ‘আস্থা’য় বিশেষ চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদ, ইশানা ও আইরিন আফরোজকে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।