ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হেট স্টোরি ফোর’-এ উবর্শী-করণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
‘হেট স্টোরি ফোর’-এ উবর্শী-করণ উবর্শী রাউটেলা ও করণ ওয়াহি (ছবি: সংগৃহীত)

বলিউডের সাড়া জাগানো আবেদনময়ী-থ্রিলার ছবি ‘হেট স্টোরি’। খুব শিগগিরই শুরু হবে এর চতুর্থ কিস্তি ‘হেট স্টোরি ফোর’-এর দৃশ্যধারণ। এতে প্রধান চরিত্রে দেখা যাবে উবর্শী রাউটেলাকে। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন পরিচালক বিশাল পাণ্ডে।

‘হেট স্টোরি ফোর’-এ বলিউডের এই অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা। প্রথমে শোনা গিয়েছিলো, গুরমিত চৌধুরী ও সুরজ পাঞ্চোলিকে দেখা যাবে উবর্শীর বিপরীতে।

তবে তাদের হটিয়ে দিয়ে জায়গা করে নিয়েছেন টেলিভিশন তারকা করণ ওয়াহি।

২০১২ সালে মুক্তি পায় ‘হেট স্টোরি’ (পাওলি দাম)। এরপর ২০১৪তে ‘হেট স্টোরি-টু’ (সুরভিন চাওলা) এবং ২০১৫ সালে ‘হেট স্টোরি-থ্রি’ (জেরিন খান ও ডেইজি শাহ)।

ছবিতে উর্বশী ও করণের পাশাপাশি আরও দেখা যাবে পাঞ্জাবের ইহানা ধিলন। ১৩ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।