ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজা 

‘ঢাকা-মানিকগঞ্জ-খুলনা ঘুরে বেড়াবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
‘ঢাকা-মানিকগঞ্জ-খুলনা ঘুরে বেড়াবো’ ছবি: সংগৃহীত

শারীরিকভাবে কিছুটা অসুস্থ অভিনেত্রী অরুণা বিশ্বাস। তাই বলে ঘরে বসে-শুয়ে থাকছেন না তিনি। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-মানিকগঞ্জ-খুলনা চষে বেড়াবেন অরুণা।

২৬ সেপ্টেম্বর দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে অরুণা বিশ্বাস জানান, সপ্তমীতে (২৭ সেপ্টেম্বর) কলাবাগান পূজামণ্ডপসহ ঢাকার বিভিন্ন স্থানে ঘুরবেন তিনি। ওইদিনই রওয়ানা করবেন খুলনার উদ্দেশে।

সেখানে এক আত্মীয়র বাড়িতে একদিন কাটিয়ে ফিরে আসবেন মানিকগঞ্জে। নবমী আর দশমী কাটাবেন ঘিওর উপজেলায় নিজেদের জাবরা গ্রামে।   

অরুণা বিশ্বাস বলেন, ‘আমার মতে সংস্কৃতির মাধ্যমে শুভবুদ্ধি আসতে পারে। সংস্কৃতির মাধ্যমে স্রষ্টার মনোরঞ্জন করা যায়। দুর্গাপূজা আমাদের সামনে তেমন লক্ষ্য নিয়েই আসে। ’

অরুণা বিশ্বাসের প্রত্যাশা, ‘ধর্ম নিয়ে হানাহানি যেন না থাকে, শিক্ষিত মানুষগুলো যেন অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসে, নারীরা যেন ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্তি পায়— এই পূজায় এটাই চাই। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।