ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজার দিনেই প্রেমে পড়েছিলেন বাবা-মা: রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
দুর্গাপূজার দিনেই প্রেমে পড়েছিলেন বাবা-মা: রানী রানী মুখার্জি (ছবি: সংগৃহীত)

এসে গেলো দুর্গাপূজা। বাঙালি বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাড়িতে উৎসব পালিত হয় জাঁকজমকভাবে। এতে উপস্থিত থাকেন বলিউডের নামি-দামি তারকারা। এবারও নেওয়া হয়েছে তেমন প্রস্তুতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মারদানি’খ্যাত এই তারকাকে প্রশ্ন করা হয়, দুর্গাপূজা তার জন্য কতোটুকু স্পেশাল। জবাবে মজার একটি ঘটনার কথা বলেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

রানী বলেন, ‘মুখার্জি পরিবারের জন্য দুর্গাপূজার দিনগুলো খুবই আনন্দের। বিশেষ করে এই দিনটি আমার বাবা-মায়ের জন্য সবচেয়ে বেশি স্পেশাল। কারণ এই দিনটিতেই তাদের পরিচয় হয়েছিলো। ’

ছোটবেলার দুর্গাপূজার স্মৃতি মনে আছে কি-না জানতে চাইলে রানী বলেন, ‘দুর্গাপূজার দিন খাবার বাঁচিয়ে রাখতাম সকলকে দেয়ার জন্য। যেটিকে ভোগ অথবা প্রসাদ বলা হয়ে থাকে। এ ছাড়া পূজার পাঁচদিনের জন্য নতুন নতুন পোশাক বানানো নিয়েও ব্যস্ত থাকতাম। সেগুলো সকালে, দুপুরে ও রাতে পরতাম। ছোটবেলার এসব স্মৃতি খুব মনে পড়ে।

সিদ্ধার্থ মালহোত্রা পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত রানী মুখার্জি। এই ছবি দিয়েই বিরতি ভাঙবেন রানী।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।