ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই-তিন বছরের মধ্যেই সন্তানের বাবা হবো: সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
দুই-তিন বছরের মধ্যেই সন্তানের বাবা হবো: সালমান সালমান খান (ছবি: সংগৃহীত)

বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর বলা হয় সালমান খানকে। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে সোমি আলি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, স্নেহা উল্লাল, জেরিন খান ও ডেউজি শাহসহ এখন পর্যন্ত অনেক নারীর সঙ্গে নাম জুড়েছে তার। কিন্তু কারও সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি সল্লু।

ডিসেম্বরে ৫২ বছরে পা রাখবেন বলিউডের এই সুপারস্টার। কিন্তু তার সংসারী হওয়ার খবরই নেই।

এই জীবনে বিয়ে করবেন কিনা, সে বিষয়েও সন্দেহ আছে। কিন্তু ইদানীং সন্তানের বাবা হওয়ার শখ জেগেছে ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকার। শোনা যাচ্ছে- আগামী দুই-তিন বছরের মধ্যে সন্তানের বাবা হবেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সারোগেসি পদ্ধতিতে (গর্ভ ভাড়া করে) সন্তানের বাবা হওয়ার ইচ্ছা পূরণ করবেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।  

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমান খান বলেছেন, ‘সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। আগামী দুই-তিন বছরের মধ্যে সারোগেসি পদ্ধতিতে সন্তানের বাবা হবো আমি। আমার বয়স যখন সত্তর হবে, তখন আমার সন্তানের বয়স হবে কুড়ি। এর একমাত্র কারণ হলো আমি চাই আমার মা-বাবা যেনো আমার সন্তানকে দেখে যেতে পারেন। কারণ আমি তাদের মন ভাঙতে চাই না। ’  

আলি আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে ব্যস্ত সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।