ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরের পর এবার অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আমিরের পর এবার অমিতাভ ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে অমতাভ বচ্চন ও আমির খানের লুক (ছবি: সংগৃহীত)

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খান। এ ছবির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা।

ক’দিন অন্তর্জাল দুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছিলো ছবিতে আমিরের লুক। যেখানে দেখা গিয়েছিলো- উস্ক-শুষ্ক চুল ও ময়লা পোশাক পরা রয়েছিলেন বলিউডের এই সুপারস্টার।

এ কারণে বেজায় চটে গিয়ে শুটিং সেটের নিরাপত্তা জোরদার করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

কিন্তু এতো নিরাপত্তার মাঝেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আরও একবার। তবে এবার আমিরের নয়, ছবিতে অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যেখানে দেখা যাচ্ছে- মাথায় বড় চুল, দাঁড়ি-গোফ, পরণে ভারী পোশাক। যা দেখে অনেকটা নাবিকের মতো মনে হচ্ছে ৭৪ বছর বয়সী এই অভিনেতাকে।

‘থাগস অব হিন্দুস্তান’ পরিচালনা করছেন ‘ধুম থ্রি’খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। এতে আরও দেখা যাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।